দীর্ঘ ১ বছর পরে মুখোমুখি আলোচনা তে বসলেন জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিং পিং ।সান ফ্রান্সিস্কো কে এপেক্স ঘোষ্ঠীর সম্মেলনের সময়ে এই দুই নেতা পারব বৈঠক করেন ।বহু প্রতীক্ষিত এই বৈঠকের আগে বাইডেন এই মন্তব্য করেন “জিং পিং য়ের নেতৃত্বাধীন চিনে অনেক বাস্তব সমস্যা আছে “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...