গতকাল ওয়াঙখেড়ের মাঠে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৯৭ রান তোলে , ৫০ তম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন বিরাট (১১৭) রান ।শ্রেয়াস আইয়্যার ও সেঞ্চুরি করেন ১০৫ রান ।শুভমান গিল নট আউট থাকেন ৮০ রান করে । জবাবে নিউজিল্যান্ড ৪৮.৫ ওভারে ৩২৭ রান করে সকলে আউট হয়ে যান ।মিচেল করেন ১৩৪ রান।শামি ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ভারত ৭০ রানে জয়ী হয়`।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...