গত ১০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতে বিদেশী মুদ্রার ভান্ডার ৪৬.২ কোটি ডলার কমেছে ,রিসার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী তা এসে দাঁড়িয়েছে ৫৯,০৩২.১ কোটি ডলারে ।তার আগের হপ্তা তে টি ৪৬৭.২ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছিল ৫৯,০৭৮.৩ কোটি ডলারে ।তবে আলোচ্য হপ্তা তে বিদেশী মুদ্রার ভান্ডার বাড়লেও মাথা নামিয়েছে সোনার বন্ড ।
রাজ্য
শতাধিক এজেন্ট গা ঢাকা দেওয়া তে বিপদে পড়েছে পঁয়সা ...
উত্তর ২৪ পরগনার বাঘদায় টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া র অন্যতম অভিযুক্ত সৎরঞ্জন ওরফে চন্দন মন্ডল তার কেরামতি তে বাগদার অন্তত শতাধিক বাসিন্দা টাকা...