মিশরের বিমানবন্দরে উড়ে ভারতীয় বিমান দ্বিতীয় দফার প্যালেস্টাইনিয় ত্রাণ সামগ্রী নিয়ে

ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছেন যে প্যালেস্টাইন বাসীদের উদ্দেশ্যে দ্বিতীয় দফা তে ৩২ টন ত্রাণ সামগ্রী নিয়ে বায়ু সেনার বিমান মিশরের এল এরিশ বিমান বন্দরের দিকে রওয়ানা দিয়েছে ।প্যালেস্টাইন ও মিশরের রাফা সীমান্ত থেকে মাত্র ৪৫ কিমি দূরে এই বিমান বন্দর । এক মাত্র এই রাফা দিয়েই যুদ্ধ দীর্ণ গাঁজা তে ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে ।