এইবার ও ভারতের হাতে উঠলো না বিশ্বকাপ

গতকাল টসে জিতে ভারত কে ব্যাট করতে পাঠান কামিংস ডিউ ফ্যাক্টর কে মাথায় রেখে । ভারত শুরুতে দ্রুত রান তুলতে শুরু করলেও শুভমান গিল আউট হয়ে যান ।তার পরে রোহিত দায়িত্ব জ্ঞান হীনের মত শট নিয়ে ট্রাভিস হেডের হাতে তালু বন্দি হন ।ভারত ২৪০ রান করেন আর রাহুল করেন সর্বাধিক ৬৬ রান ।জবাবে অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ের রান তুলে নেন ।৬ উইকেটে জয়ী হয় অস্ট্রেলিয়া ।