সূর্যকুমারের অসাধারণ ব্যাটিংয়ের জন্য ভারত জয়ী হলো ২ উইকেটে অস্ট্রেলিয়ার

গতকাল বিশাকাপত্তনমের মাঠে ২০ ওভারের ভারত অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৩ উইকেটে ২০৮ রান ,ইংলিশ সেঞ্চুরি করেন ।জবাবে ভারত ৮ উইকেট ২০৯ তুলে ২ উইকেটে জয়ী হয় ।ম্যাচের সেরা হন সূর্য যাদব ,তিনি করেন ৪২ বলে ৮০ আর ঈশান ৩৯ বলে ৫৮ রান করেন ।