গতকাল গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত প্রথমে ব্যাট করে করে ৩ উইকেটে ২২২ রান ।ঋতুরাজ নট আউট থাকেন ১২৩রানে সঙ্গে তিলক বর্মা নট আউট ৩১ রানে ।জবাবে অস্ট্রেলিয়া নির্দিষ্ট ওভারে ৫ উইকেটে ২২৫ রান তোলে ,৪০ বলে ১০৪ রানে অপরাজিত থেকে ম্যাক্সওয়েল ম্যান অফ দি ম্যাচ হন ।
রাজ্য
সল্টলেকের এসএসসি ভবনের সামনে শ্লোগান উঠলো চাকরিহারা শিক্ষক দের
গতকাল দিন ভর এসএস সি ভবনের সামনে গার্ডরেলের দুই পাশে যোগ্য এবং অযোগ্য শিক্ষকেরা ( তালিকা তে নাম না থাকা এবং থাকা ) দুই...