বোরখা এবং নন্দের জুটি আই এস এলে ইস্টবেঙ্গল কে অপ্রতিরোধ্য বানালো

আই এস এলে ইস্টবেঙ্গল পাঁচ গোলে হারালো নর্থইস্ট কে ।বোরখার অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের খেলার মান বাড়িয়ে দিয়েছিলো ।১২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোলা শটে গোল করেন বোরখা ,২৪ মিনিটে ক্লেইটনের দ্বিতীয় গোল ,দ্বিতীয় অর্ধে পরিবর্তিত খেলোয়াড় নন্দ তৃতীয় গোল টি করেন ,আর তার ঠিক চার মিনিটের মাথায় নন্দের বাক পাশ থেকে গোল করেন ক্লেইটন ,আর ৮১ মিনিটের মাথায় মহেশের পাশ থেকে পঞ্চম গোল করেন নন্দ ।