আই এস এলে ইস্টবেঙ্গল পাঁচ গোলে হারালো নর্থইস্ট কে ।বোরখার অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের খেলার মান বাড়িয়ে দিয়েছিলো ।১২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোলা শটে গোল করেন বোরখা ,২৪ মিনিটে ক্লেইটনের দ্বিতীয় গোল ,দ্বিতীয় অর্ধে পরিবর্তিত খেলোয়াড় নন্দ তৃতীয় গোল টি করেন ,আর তার ঠিক চার মিনিটের মাথায় নন্দের বাক পাশ থেকে গোল করেন ক্লেইটন ,আর ৮১ মিনিটের মাথায় মহেশের পাশ থেকে পঞ্চম গোল করেন নন্দ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...