আসন বাড়লো স্নাতক উত্তর স্তরে

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  স্বাস্থ্য  ভবন সূত্রে জানা গিয়েছে স্নাতক উত্তর স্তরে ইএনটি বিভাগে আসন সংখ্যা  বাড়লো ৪  থেকে ৮। বিভাগীয় প্রধান অরুনাভ সেনগুপ্ত জানান সম্প্রতি মেডিক্যাল  কাউন্সিল  অফ ইন্ডিয়ার প্রতিনিধি রা পরিদর্শন করে গিয়েছিলো এস  এস  কে  এম  কলেজ  ও হাসপাতাল । হাসপাতালের  আবেদনের  পরিপ্রেক্ষিতেই তারা আসন সংখ্যা বৃদ্ধি মঞ্জুর করে । স্বাস্থ্য কর্তার আশা এর ফলে পরিষেবা উন্নত হবে ।