শালবনিতে অব্যাবরিত জমির মালিক হলো জিন্দাল ঘোষ্ঠী

গতকাল পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে , ৪৩০০ একরের জমিতে জিন্দাল দের যে ইস্পাত কারখান তৈরি হবে তার বাইরে ৩৮০০ একর খালি জমির মালিকানা দেওয়া হলো জিন্দাল ঘোষ্ঠী কে ।উল্লেখ্য জিন্দাল রা ইস্পাত কারাখানার সিমেন্ট কারখানা তৈরি করে শালবনি তে ,বাকি পরে থাকা ৮০% জমির মালিকানা সরাসরি দেওয়া হলো তাদের ।