একদিবসীয় ক্রিকেটে ভারতের কাছে পরাস্থ দক্ষিণ আফ্রিকা

গতকাল দক্ষিণ আফ্রিকার মাটিতে টসে জিতে ভারত কে বোলিং করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা । অর্শদ্বীপ ও আবেশ খানের সুইংয়ের ভেল্কিতে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস ।৩৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন অর্শদ্বীপ আর আবেশ খান ২৭ রানে ৪ উইকেট নেন । জবাবে ভারত ১৬.৪ ওভারে প্রয়োজনীয় ১১৭ রানে তুলে নেয় ২ উইকেট হারিয়ে । সুদর্শন ৪৩ বলে ৪৫ রান করে নট আউট থাকেন ।