এয়ার বাস কেনার জন্য ,এয়ার ইন্ডিয়া ঋণ নিলো জাপানি সংস্থা থেকে

সূত্রে খবর এয়ার বাসের বড় বিমান কেনার জন্য জাপানের এসএমবিসির থেকে প্রায় ১০০০ কোটি টাকার ঋণ নিলো টাটা ঘোষ্ঠীর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ।জানা যাচ্ছে গত অক্টোবর ২০২৩ সালে কয়েকটি এ -৩৫০ -৯০০ বিমান সরবরাহ করেছে,এয়ারবাস ।সেই খরচের একাংশই এই টাকা তে মেটানো হবে ।