রাজ্যে করোনার নতুন উপপ্রজাতি জেএন ১ য়ের সন্ধান মিলেছে ।বৃহস্পতিবার সেই চিন্তা আরো বেড়েছে ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে ৭০ উর্ধ এক বৃদ্ধের মৃত্যুতে ।তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিলো । যদিও হাসপাতাল কর্তপক্ষের দাবি তিনি অনেক কো -মরবিডিটি নিয়ে ভর্তি হয়েছিলেন তাই তার মৃত্যু হয়েছে ।কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট ও বায়োমেডিক্যাল জিনোমিক্স য়ে রিপোর্টার নমুনা পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...