ঋণখেলাপিদের নিয়ে সংসদে অর্থ প্রতিমন্ত্রীর হিসাব দাখিল

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল সংসদে  অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী গত  ৫ বছর ধরে যে ২৭ জন ঋণখেলাপি ভারত পরিত্যাগ করেছে তাদের হিসাব  পেশ করেন । তিনি বলেন এর মধ্যে রেড কর্নার নোটিশ  জারি করার জন্য আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছে ২০ জনের বিরুদ্ধে  ইতিমধ্যে ৮ জনের নামে  রেড কর্নার  নোটিশ  জারি হয়েছে।