গতকাল থেকে এএফসি এশিয়া কাপের জন্য ভারতীয় ফুটবলার রা দোহা তে প্রস্তুতি শুরু করে দিয়েছে । ২০০২ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা ভারতীয় দলের প্রধান সহকারী কোচ ট্রেভর সিনক্রিয়াস অমরিন্দর সিংহ সহ গোটা দল কে সেট পিস্ মুভমেন্টের প্র্যাক্টিস করাচ্ছেন ,তিনি বলেন ফটবলার খুব পরিশ্রমী বিনয়ী ও চনমনে ওদের দেখে আমি খুব খুশি । দেশের জন্য সব উজাড় করে দিতে তারা তৈরি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...