নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অনেক টানা পোড়েনের পরে ইন্ডিয়ান এরোসের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার দিন চারেক আগে অবশেষে সই করলেন বার্সেলোনা যুব দলের প্রাক্তন ফুটবলার আন্তোনিও রদ্রিগেজ ডোভাল (টনি )। জানুয়ারি থেকে ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার পরেই তিনি এই সই করতে পারলেন , তিনি অবশ্য শেষ দুই সপ্তাহ ধরে ইস্টবেঙ্গলের সাথে অনুশীলন করছেন , তিনি স্ট্রাইকার এবং উইঙ্গার দুই পজিশনের খেলতে পারেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...