দুই দশক পর পূর্ব রেল পেলো বাঙালি জিএম

পূর্ব রেলের অতিরিক্ত জিএম পদে অভিষিক্ত ছিলেন সুমিত সরকার ,নতুন বছরে তিনি পূর্ব রেলের জিএম পদে দায়িত্ব পেলেন ।১৯৮৮ সালে তিনি রেলওয়ে সার্ভিস কমিশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে জামালপুরের ওয়ার্কশপে স্পেশাল ক্লাশ এপ্রেন্টিস ছিলেন ।তার আগে তিনি দক্ষিণ পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ সেফটি অফিসারের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ,প্রায় দু দশক পরে কোনো বাঙ্গালী জিএম আসলো ।