প্রকাশিত হলো ২০২৪ বিশ্বকাপের ক্রীড়াসূচি

আগামী ২০২৪ বিশ্বকাপে ৪ টি গ্রুপে খেলা হবে এ বি সি ডি এবং প্রতিটি গ্রুপে ৫ টি করে দল খেলবে,ভারত
পড়েছে এ গ্রপে পাকিস্তান ,আয়ারল্যান্ড ,ক্যানাডা এবং আমেরিকার সাথে । ভারতের ক্রীড়া সূচি হলো ৫ জুন আয়ারল্যান্ডের সাথে ৯ জুন পাকিস্তানের এবং ১২ জুন আমেরিকার সাথে ,সব খেলা হবে নিউ ইয়র্কে এবং ১৫ জুন খেলা হবে ফ্লোরিডা তে । ১৯-২৪ জুন সুপার ৮ পর্ব ,২৬-২৭ জুন সেমিফাইনাল পর্ব এবং ২৯ জুন ফাইনাল হবে বার্বাডোজে ।