শেষ ম্যাচেও দল কে জেতালেন ওয়ার্নার

গতকাল সিডনিতে জীবনের শেষ টেস্ট খেলে ফেলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ।সেই খেলাতে পাকিস্তান
ব্যাট করে করেন ৩১৩ ও ১১৫ রান । জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস য়ে করে ২৯৯ ও দ্বিতীয় ইনিংস য়ে ২ উইকেটে ১৩০ রান । ৮ উইকেটে জয়ী হয় অস্ট্রেলিয়া ।ম্যাচের সেরা হন পাকিস্তানের আমির জামাল ।