
গতকাল বাংলাদেশে সাধারণ নির্বাচন ছিল ,প্রধান বিরোধী দল বিএনপি ভোটে অংশ না নেওয়া তে শেইখ
হাসিনার আওয়ামী লীগের টানা চতুর্থ বার ক্ষমতায় ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা ।বিকাল ৪ টা থেকে বুথে বুথে যত গণনা এগিয়ে গেছে তত স্পষ্ট সেই ছবি ,আওয়ামী লীগের বিক্ষুব্ধ রাই বিভিন্ন প্রতীকে জিতেছেন তবে তা নগন্য ।