জার্মানির বিশ্বকাপ জয়ী দলে অধিনায়ক ও কোচ হিসাবে পরিচিত ফ্রান্জ বেকেনবাওয়ার বিশ্ব ফুটবলে -কাইজার (সম্রাট ) নামেই অবিহিত ছিলেন ।গতকাল ঘুমের মধ্যেই তিনি প্রাণ ত্যাগ করেন ।ক্যাপ্টেন হিসাবে ১৯৭৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন,জার্মানির হয়ে এবং কোচ হিসাবে ১৯৯০ সালে । ফিফা বিশ্বকাপ অল ষ্টার টিমের সদস্য ছিলেন ১৯৬৬ ,১৯৭০ এবং ১৯৭৪।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...