আজ মোহালিতে টি ২০ ম্যাচে ভারত কি হারাবে আফগানদের

আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি ২০ সিরিজের প্রথম খেলাটি হবে মোহালিতে ।প্রথম ম্যাচে পাওয়া যাবেনা বিরাট কোহলি কে ।মোহালির পিচ নিয়ে কোচ বলেন সাধারণত ব্যাটিং সহায়ক হয় এই পিচ । পরের দিকে শিশির পড়লে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হয় ।ভারতের বোলিং আক্রমণে দেখা যাবে আবেশ খান,অর্শদ্বীপ এবং আবেশ খান কে স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন কুলদ্বীপ যাদব ।