গতকাল কলিঙ্গ সুপার কাপের শেষ চারে পৌঁছে গেলো জামশেদপুর এফসি । খেলার ২৮ মিনিটে গোল করে কেরল কে এগিয়ে দেন দিমিত্রিওস ,৩৩ মিনিটে সমতা ফেরান ড্যানিয়েল চিমা ।৫৭ মিনিটে তিনি জামশেদপুর কে এগিয়ে দেন ।৬০ মিনিটে ২-২ করেন দিমিত্রিওস ৬৯ মিনিটে ৩-২ করে জামশেদপুর কে শেষ ছারে নিয়ে যান জেরেমি ।অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন চিমা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...