সুপার কাপের শেষ চারে জামশেদপুর

গতকাল কলিঙ্গ সুপার কাপের শেষ চারে পৌঁছে গেলো জামশেদপুর এফসি । খেলার ২৮ মিনিটে গোল করে কেরল কে এগিয়ে দেন দিমিত্রিওস ,৩৩ মিনিটে সমতা ফেরান ড্যানিয়েল চিমা ।৫৭ মিনিটে তিনি জামশেদপুর কে এগিয়ে দেন ।৬০ মিনিটে ২-২ করেন দিমিত্রিওস ৬৯ মিনিটে ৩-২ করে জামশেদপুর কে শেষ ছারে নিয়ে যান জেরেমি ।অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন চিমা ।