অনুর্দ্ধ ১৭ যুব লীগে মহামেডান কে হারালো ইস্টবেঙ্গল

গতকাল অনুর্দ্ধ ১৭ যুব ফুটবল লীগে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়েছে মহামেডান স্পোর্টিং কে ।প্রথম অর্ধের
হাড্ডাহাড্ডি খেলাতে কোনো দল গোল করতে পারেনি ।খেলার ৫৩ মিনিটে গোল করেন গানরাজ সিংহ ,৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন দেবজিৎ রায় ।১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ বির শীর্ষে ইস্টবেঙ্গল ।