কুয়েতের মাঠিতে স্বপ্নভঙ্গ ভারতীয় ফুটবলের

গতকাল কুয়েতের মাঠে ভারত হারলো সিরিয়ার কাছে,খেলার ফলাফল হলো ১-০।প্রচুর ভুল পাশ এবং সুযোগ সুযোগ নষ্টের খেসারত দিলেন সুনীল ছেত্রীরা । কোচের কোনো প্ল্যান বি না থাকার ফলে খেলার ৭৬ মিনিটে সিরিয়ার খড়বিম মাঠি ঘেঁষা শটে গুরপ্রীত কে পরাস্ত করেন ।