শিল্প ধর্মঘট সম্মন্ধে মুখ্যমন্ত্রীর উত্তর বন্ধ হবে না

Mamata Banerjee, Chief Minister of India's eastern state of West Bengal, gestures during a news conference after a meeting of her Trinamool Congress party (TMC) in Kolkata September 18, 2012. The biggest ally in Prime Minister Manmohan Singh's government pulled out of the ruling coalition on Tuesday, escalating a political firestorm over big-ticket reform measures launched last week to revive India's flagging economy. Banerjee had demanded the government reverse its decision to raise diesel prices and open the supermarket sector to investment from foreign chains such as Wal-Mart Stores. REUTERS/Rupak De Chowdhuri (INDIA - Tags: BUSINESS POLITICS FOOD)

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্কের  :  সোমবার নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ব্যাপী যে বন্ধের কর্মসূচি বামেরা নিয়েছেন  কেন্দ্রীয়  ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের সহযোগিতায় তার ব্যাপারে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন ৮ এবং ৯ জানুয়ারী  পশ্চিমবঙ্গে  কোনো বন্ধ হবে না । তিনি আরো  বলেন  গত ৩৪ বছরে বামেরা  অনেক  কর্মনাশা  বন্ধ ডেকে রাজ্য কে পিছিয়ে দিয়েছেন । শাসক দল  তাদের মন্ত্রী  জেলার কর্মকর্তা  ও প্রশাসন কে নির্দেশ দিয়েছেন এই বন্ধ কে ব্যর্থ করার জন্য । রাজ্য সরকারি  কর্মচারীদের  ৭-১০ জানুয়ারি সব ছুটি বাতিল হয়েছে ।