গতকাল বাজেটে লগ্নি বাড়ানো হলো ৮টি রাষ্ট্রায়াত্ব বিদ্যুৎ সংস্থার

গতকাল সংসদে পেশ হওয়া অন্তর্বর্তী বাজেট থেকে জানা যাচ্ছে যে ২৪-২৫ অর্থ বর্ষের জন্য ,৮ টি রাষ্ট্রায়াত্ব বিদ্যুৎ সংস্থার লগ্নি ১৪% বেড়ে হবে ৬৭.২৮৬.০১ কোটি টাকা । ২০২৩-২৪ সালে বাজেটে এর লগ্নি ধরা হয়েছিল ৬০,৮০৫.২২ কোটি টাকা ।