গতকাল বিশাকাপত্তনমের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে ১০৬ রানে জয়ী হলো ভারত । প্রথমে ব্যাট করে ভারত তোলে দুই ইনিংস য়ে ৩৯৬ এবং ২৫৫ রান ।,জেতার জন্য ইংল্যান্ড ৩৮৩ রান তারা করতে গিয়ে ৬৯.২ ওভারে ২৯২ রানে সকলে আউট হয়ে যান ।বুমরাহ ও অশ্বিন ৩ টি করে উইকেট নেন , বাকিরা ১টা করে ।ম্যাচের সেরা হন বুমরাহ ৯ টি উইকেট নিয়ে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...