গতকাল বিশাকাপত্তনমের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে ১০৬ রানে জয়ী হলো ভারত । প্রথমে ব্যাট করে ভারত তোলে দুই ইনিংস য়ে ৩৯৬ এবং ২৫৫ রান ।,জেতার জন্য ইংল্যান্ড ৩৮৩ রান তারা করতে গিয়ে ৬৯.২ ওভারে ২৯২ রানে সকলে আউট হয়ে যান ।বুমরাহ ও অশ্বিন ৩ টি করে উইকেট নেন , বাকিরা ১টা করে ।ম্যাচের সেরা হন বুমরাহ ৯ টি উইকেট নিয়ে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...