আজ দিল্লি তে উপস্থিত থাকবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

FILE- In this June 5, 2013 file photo, Bihar state Chief Minister Nitish Kumar, listens to a speaker during a conference of the chief ministers of various Indian states on Internal Security in New Delhi, India. Kumar resigned from his post of Bihar Chief Minister on Wednesday. (AP Photo/Saurabh Das, file)

আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দিল্লি যাচ্ছেন বলে খবর ,সূত্রের খবর তিনি দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ।জানা যাচ্ছে লোকসভা ভোট আসন বন্টন নিয়ে মোদী ও শায়ের সাথে তার আলোচনা হতে পারে । আগামী ১২ ফেব্রুয়ারী বিধানসভা তে শক্তি পরীক্ষা তার কাছে প্রধান চ্যালেঞ্জ ,বিজেপি নীতীশের পিছনে থাকলেও এনডিএ শরিক ও চিরাগ পাশোয়ানের সাথে সম্পর্ক মসৃন করা তার আরেক লক্ষ্য ।