অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ভারত

গতকাল দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুর্ধ ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত ২ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা কে । প্রথমে ২০ ওভার ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ২৪৫ রান ৭ উইকেট হারিয়ে ।তাদের হয়ে হুয়ান সর্বাধিক রান তোলে ৭৬ এবং রিচার্ড করে ৬৪। জবাবে ভারত ৪৮.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে , ভারতের হয়ে সর্বাধিক রান করে উদয় ৮১ এবং শচীন করেন ৯৬। ম্যান অফ দি ম্যাচ হন উদয় শাহরান ।