গতকাল মুম্বাইয়ের কাছে ১-০ গোলে হারার পরে ক্রমশ ধূসর হয়ে ইস্টবেঙ্গলের আইএস এলের প্লে অফে খেলার সম্ভাবনা ।গতকাল ডিফেন্স সমেত ছয়টি পরিবর্তন করেন তিনি হিজাজীর সঙ্গে খেলান গুরসিমরাত ,নিশুকুমার ,এডউইন এবং মন্দার রাও কে ।কার্ড সমস্যা তে খেলতে পারেন নি ক্লেইটন ,কিন্তু খেলার ১০ মিনিটে মুম্বাই বুঝিয়ে দেয় তারা কতটা ভালো ,প্রথম অর্ধেই ইকের গোল করেন নোগুয়েরার সেন্টার থেকে যা শোদ করতে পারেননি তারা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...