আপের -কংগ্রেস দ্বন্দে সিট নিয়ে জটিলতা

পাঞ্জাব এবং অসমের পর এইবার দিল্লিতেও ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস এবং আপের মধ্যে আসন বন্টন নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে ।আপ সূত্রে জানা গিয়েছে ইন্ডিয়া জোটে শরিক হওয়ার স্বার্থে দিল্লির ৭ টি আসনের মধ্যে ,শুধুমাত্র একটি আসন ছাড়া হবে কংগ্রেস কে এবং বাকি ৬ টি আসনেই লড়বে আম আদমি পার্টি ,এখন দেখার কংগ্রেস ইটা মানে কি না ।