ইস্টবেঙ্গল আই এস এল জিতে উঠে এলো লীগ টেবিলের ৮ নম্বরে

গতকাল হায়দ্রাবাদের মাঠে অধিনায়ক ক্লেটন ডি সিলভা প্রথম অর্ধে গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গল কে ।খেলার ফলাফল হয় ১-০। ইস্টবেঙ্গল লীগ টেবিলের অষ্টম স্থানে উঠে এলো , ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে ।আই এস এলে ছয় ম্যাচ পরে,জয় এলো লাল হলুদ শিবিরে ।ইস্টবেঙ্গলের পরবর্তী খেলা জামশেদপুরের বিরুদ্ধে ।