গতকাল হায়দ্রাবাদের মাঠে অধিনায়ক ক্লেটন ডি সিলভা প্রথম অর্ধে গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গল কে ।খেলার ফলাফল হয় ১-০। ইস্টবেঙ্গল লীগ টেবিলের অষ্টম স্থানে উঠে এলো , ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে ।আই এস এলে ছয় ম্যাচ পরে,জয় এলো লাল হলুদ শিবিরে ।ইস্টবেঙ্গলের পরবর্তী খেলা জামশেদপুরের বিরুদ্ধে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...