রাজ্য সরকার টাটা কে ক্ষতিপূরণ না দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ

সিঙ্গুর ক্ষতিপূরণ নিয়ে সালিশি ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিলো রাজ্যকে ,যে টাটা ঘোষ্ঠী কে কারখানা না হওয়ার জন্য প্রায় ৭৬৬ কোটি টাকা দিতে হবে রাজ্য কে । তার উপর ২০১৬ শাল ১১% সুদ ও দিতে হবে ।এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম ,গতকাল মামলা টি উঠেছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যীর এজলাশে ,কিন্তু তিনি বদলি হয়ে যাওয়ার জন্য মামলা ফেরত পাঠান বেঞ্চে ।