মাত্র ৬৩ বছর বয়েসে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ,৯০ শালের বিশ্বকাপ জয়ী জার্মান দলের নায়ক আন্দ্রেয়াস ব্রেমে ।তার মারা পেনাল্টি থেকেই জার্মানি আর্জেন্টিনা কে হারিয়েছিল ১-০ গোলে ।তিনি ৮৬ থেকে ৮৮ পর্যন্ত খেলেছিলেন বায়ার্ন মিউনিখে ,৮৭ সালে বায়ার্ন যেতে বুন্দেশলিগা ,তার পর চার বছর খেলেছিলেন ইন্টারমিলানে ,ওয়ার্ল্ড কাপার রুডি ফায়েলার বলেন ওকে ছাড়া দিন কাটাতে হবে ভাবতেই পারছিনা ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...