কর্ণাটক য়ে মকর সংক্রান্তি

নিউস  ঘন্টায় ওয়েবডেস্ক  :  কর্নাটকে  মকর সংক্রান্তির দিনটি খুব শ্রদ্ধার সাথে পালিত হয় । এই খানকার চাষী সম্প্রদায়ের লোকেরা এই দিনটি  নতুন জামাকাপড় পরে  পুরোনো কে ত্যাগ  করে আগামী দিনের জন্য প্রচুর শষ্য  উৎপাদনের আশায় সূর্য  দেবতার কাছে প্রার্থনা করেন , সেই রাজ্যের অধিবাসীরা সেই দিন  পরস্পর প্রতিবেশী দের  মধ্যে  দেশীয় প্রথায় বানানো মিষ্টি এলু  বেলা  পরস্পরের মধ্যে আদান প্রদান করে ,কাজু বাদাম  নারকেল  এবং গুর  দিয়ে এই মিষ্টি টি তৈরী হয় ।