৮ মার্চের মধ্যে টাকা ফেরাতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কে

২০২৩ -২৪ অর্থবর্ষে খরচ না হওয়া অর্থ ফেরত দেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রক ও দফতর কে নির্দেশ দিলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক ।আর্থিক নির্দেশিকা বিষয়ক দফতর এক নির্দেশ জারি করে জানিয়েছে ,যে আগামী ৮ মার্চের মধ্যে অর্থমন্ত্রকের বাজেট বিভাগের কাছে ওই অর্থ জমা দিতে হবে ,নির্দিষ্ট পদ্ধতি তে জানাতে হবে কোন খ্যাত কত টাকা খরচ করা যায়নি ,কোথা থেকে কত আয় হয়েছে ,অথবা আদায় করা যায়নি সেই সংক্রন্ত সবিস্তার তথ্য ।