২০২৩ -২৪ অর্থবর্ষে খরচ না হওয়া অর্থ ফেরত দেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রক ও দফতর কে নির্দেশ দিলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক ।আর্থিক নির্দেশিকা বিষয়ক দফতর এক নির্দেশ জারি করে জানিয়েছে ,যে আগামী ৮ মার্চের মধ্যে অর্থমন্ত্রকের বাজেট বিভাগের কাছে ওই অর্থ জমা দিতে হবে ,নির্দিষ্ট পদ্ধতি তে জানাতে হবে কোন খ্যাত কত টাকা খরচ করা যায়নি ,কোথা থেকে কত আয় হয়েছে ,অথবা আদায় করা যায়নি সেই সংক্রন্ত সবিস্তার তথ্য ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...