প্রধানমন্ত্রীর বার্তা তে ভরসা পেলেন মোহম্মদ শামি

সোমবার গোড়ালি তে অস্ত্রোপচার হয়েছে ভারতীয় ক্রিকেট তারকা মোহাম্মদ শামির ,গতকাল সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছিলেন দ্রুত সুস্থ্য হয়ে ওঠো, এই কামনা করি ।আমি বিশ্বাস করি চোট দ্রুত ঠিক হয়ে যাবে ,সাহসের সঙ্গে তুমি এই পরিস্থিতি সামলে উঠবে ।জবাবে শামি লেখেন প্রধানমন্ত্রীর এই বার্তা আমার কাছে সেরা প্রেরণা ।