গতকাল আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নানা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।সেই তালিকা তে ছিল পশ্চিমবঙ্গের ৭২০০ কোটি টাকা এবং ঝাড়খণ্ডের ১৭,৬০০ কোটি টাকার প্রকল্প ।রাজ্যে উদ্বোধন হয় বিভিন্ন রেল প্রকল্পের এবং তার সঙ্গে খড়্গপুরের রান্নার গ্যাস ভরার বটলিং প্লান্টের,জাতির উদ্দেশ্যে বটলিং প্লান্ট থেকে তিনি সমর্পন করেন ,পাশাপাশি উদ্বোধন হয়েছে ৫১৮ কিমি দীর্ঘ হলদিয়া বারাউনী খনিজ তেলের পাইপলাইন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...