হ্যালের কর্তার দাবি দাসোর সময়সীমার আগেই তাদের পক্ষে রাফায়েল যুদ্ধ বিমান বানানো সম্ভব

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : প্রাক্তন হ্যালের অধিকর্তা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক  প্রবন্ধের মধ্যে জানিয়েছেন যে ফরাসি সংস্থা দাশ  এভিয়েশন যে সময়সীমার মধ্যে ১০০ টি রাফায়েল যুদ্ধ বিমান তৈরির কথা বলেছেন তার আগেই এই যুদ্ধ  বিমান বানানোর ক্ষমতা ও দক্ষতা হ্যালের আছে ,হ্যাল মিগ্   সিরিজের যুদ্ধ  বিমান ,জাগুয়ার ও এজেটি  হকের  মত  অত্যাধুনিক  যুদ্ধ বিমান  বানিয়েছে  তিনি বলেন  ১১ -১২ সালে মূলত দুটি বিষয় নিয়ে মতবিরোধের ফলে হ্যাল  এই চুক্তির কাছে  এসেও এটি পেলো না ।