আজ গোয়া কে হারাতে মরিয়া ইস্টবেঙ্গল

গতকাল গোয়া উড়ে যাওয়ার আগে ইস্টবেঙ্গলের কোচ বলেন প্রথম ৬ নম্বর স্থানে থাকা কঠিন হলেও একদম শেষ হয়ে যায়নি ,তাই চোট মুক্ত খেলোয়াড়দের বিশ্রাম তিনি দিতে পারছেন না ,হিজাজীর প্রত্যাবর্তনে তিনি খুশি ,আমাদের দেখতে হবে শেষ মুহূর্তে গোল খাওয়া আটকানো যার ফলে এগিয়ে থাকা ম্যাচ ড্র হচ্ছে অথবা হেরে যাচ্ছি ।