ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের দোরগোড়া তে ভারত

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ধর্মশালার মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ভারত ৮ উইকেটে তোলে ৪৭৩ রান ।ভারতের হয়ে এই দিন সেঞ্চুরি করেন গিল ১১০ এবং রোহিত ১০৩।পাদিককাল করেন ৬৫ এবং সরফরাজ করেন ৫৬ রান ।ক্রিজে আছেন কুলদ্বীপ এবং বুমরাহ, যথাক্রমে ২৭ এবং ১৯ রান করে । বিশেষজ্ঞ রা বলছেন ৪-১ ফলাফল হওয়া শুধু সময়ের অপেক্ষা ।