নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ধর্মশালার মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ভারত ৮ উইকেটে তোলে ৪৭৩ রান ।ভারতের হয়ে এই দিন সেঞ্চুরি করেন গিল ১১০ এবং রোহিত ১০৩।পাদিককাল করেন ৬৫ এবং সরফরাজ করেন ৫৬ রান ।ক্রিজে আছেন কুলদ্বীপ এবং বুমরাহ, যথাক্রমে ২৭ এবং ১৯ রান করে । বিশেষজ্ঞ রা বলছেন ৪-১ ফলাফল হওয়া শুধু সময়ের অপেক্ষা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...