পুলিশের ভ্রাম্মম্যান রান্নাঘর ব্রিগেডে আশা জনতা কে স্বস্তি দিলো চা ও জলখাবার দিয়ে

ব্রিগেডে যখন জনসভা চলছে তখন পুরুলিয়া থেকে আশা বেশ কিছু সমর্থক খোঁজ করছিলেন চায়ের কিন্তু ময়দানের ত্রিসীমানাতে কোনো চায়ের দোকান ছিল না ।এই সময় দেখা গেলো পুলিশের মোবাইল কিচেন থেকে নির্দিষ্ট দাম দিয়ে চা ,বিস্কুট ,কেক লাড্ডু ও জলের বোতল মিলছে ।ভিতরে রান্নাকরা দুই যুবক জানান রুটি তরকারি শেষ হয়ে গেছে তাই বড় দুই কেটলিতে চা বসিয়েছি লোক কে দেওয়ার জন্য । আলিপুর বডিগার্ড লাইনে আমরা ক্যান্টিন চালাই বললো ভিতরে থাকা যুবক রা ।