গতকাল পুরুলিয়ার চররা তে জনসভা থেকে তাদের নেতা অজিত মাহাতো জানান আসন্ন লোকসভা ভোটে ,পুরুলিয়া – বাঁকুড়া ,মেদিনীপুর লোকসভা আসনে এবং ঝাড়খণ্ডের রাঁচি -জামশেদপুর ,ধানবাদ ,গিরিডি ,হাজারীবাঘ এবং পশ্চিম সিংভূম আসনে লড়াই করবেন তারা ।ওডিশার আসন গুলো সংরক্ষিত হওয়াতে সেইখানে নির্বাচন বয়কট করবেন তারা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...