গতকাল কেরলের মাঠে আই এস এলের লীগের খেলা তে মোহনবাগান হারায় কেরল ব্লাস্টার্স কে ৪-৩ গোলে ।খেলার প্রথমে সাদিকুর গোলে এগিয়ে যায় মোহনবাগান ,দ্বিতীয় অর্ধে রাহুল কেপীর পাশ থেকে সমতা ফেরায় বিবিন মোহনন ।তার কিছুক্ষন পরে সাদিকু ফির এগিয়ে নিয়ে যান মোহনবাগান কে ,আ ৬৩মিনিটে সমতা ফেরায় কেরল,৬৮ মিনিটে দীপক টাংরি গোল করেন,৯৭ মিনিটে গোল করে বাগানের জেসিন ,তার ১ মিনিটে ব্যবধান কমান দিয়ামান্টকশ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...