কোল ইন্ডিয়া এবং এনসি এলের মত রাষ্ট্রায়াত্ব কয়লা সংস্থাগুলিকে ,কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে তাপ বিদ্যুৎ তৈরির পরামর্শ দিলো কেন্দ্র ।কয়লা সচিব অমৃত লাল মিনা বলেন ,এখন থেকে সব প্রকল্প এই নীতি মেনে হবে তার ফলে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে অন্যের উপর নির্ভরতা কমে যাবে কমে যাবে খরচ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...