মহিলা আইপি এলের দ্বিতীয় দফাতে চ্যাম্পিয়ন হলো আরসিবি

Sophie Devine of Royal Challengers Bangalore raises her bat after scoring a fifty during match sixteen of the Women’s Premier League between the Royal Challengers Bangalore and the Gujarat Giants held at the Brabourne Stadium, Mumbai on the 18th March 2023 Photo by: Deepak Malik / SPORTZPICS for WPL

১৬ বছর পরে আর সিবি কে ডাবলুপি এলে প্রথম ট্রফি এনে দিলেন স্মৃতি মান্ধানা রা ।দ্বিতীয় মরশুমে এই কৃতিত্ব দেখালেন তারা ।জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৫ রান ,ওভারের তৃতীয় বলেই আরসিবি কে চ্যাম্পিয়ন করেন রিচা ঘোষ ।দিল্লি তুলেছিল ১১৩ রান ১৯.৩ ওভারে আর আরসিবি শেষ ওভারেই তুলে নেন দুই উইকেটে ১১৫ রান ।