১৬ বছর পরে আর সিবি কে ডাবলুপি এলে প্রথম ট্রফি এনে দিলেন স্মৃতি মান্ধানা রা ।দ্বিতীয় মরশুমে এই কৃতিত্ব দেখালেন তারা ।জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৫ রান ,ওভারের তৃতীয় বলেই আরসিবি কে চ্যাম্পিয়ন করেন রিচা ঘোষ ।দিল্লি তুলেছিল ১১৩ রান ১৯.৩ ওভারে আর আরসিবি শেষ ওভারেই তুলে নেন দুই উইকেটে ১১৫ রান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...