ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে তারা গৃহে ঋণে ১৫ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে এবং এই সুবিধা ৩১ সে মার্চ অব্দি চলবে ।এই সময়ের মধ্যে তারা প্রসেসিং ফি তেও ছাড় দেবে । এই ঋণে বর্তমান হার এসে দাঁড়িয়েছে ৮.৩%।ছাদে সৌর প্যানেল বসালে,৭৮ হাজার টাকা অব্দি সরকারি ভর্তুকি মিলতে পারে তবে সেই জন্য ক্রেতা কে ব্যাঙ্কের কাছে আর্জি জানাতে হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...