আজকে থেকে শুরু হচ্ছে আইপি এল

আজ চিদাম্বরম স্টেডিয়ামে ঋতুরাজ গায়কোয়ারের নেতৃত্বে সিএসকে মুখোমুখি হবে ডুপ্লেসির নেতৃত্বাধীন আরসিবির । সবাই তাকিয়ে আছে বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির পারফর্মেন্সের দিকে ।বিশেষজ্ঞ রা মনে করছে মেয়েরা ট্রফি দিয়েছে আরসিবি কে ,মনে হচ্ছে আর সিবির হাতে আইপি এল ট্রফি ওঠার সম্ভাবনা বেশি ।