ভারতীয় ফুটবলের কিংবদন্তি কোচ রহিম কে নিয়ে তৈরি হচ্ছে ময়দান ছবিটি

ভারতীয় ফুটবলের কিংবদন্তি কোচ সৈয়্যেদ আব্দুল রহিমের (১৯৫২-৬২) জীবনী নিয়ে তৈরি ময়দান ছবিটি তে অভিনয় করছেন অজয় দেবগন ,পরিচালক অমিত শর্মার মাথায় ,অজয় দেবগনের সিংহমের কাজ ঘুরছিলো ।তিনি একটু দ্বিধায় ছিলেন ফুটবল কোচের চরিত্রে কতটা মানাতে পারবেন অজয় দেবগন ,কিন্তু তার কাজ দেখে তিনি উচ্ছসিত প্রশংসা করে বলে এই চরিত্রে অজয় দেবগন ছাড়া আর কাউকে ভাবতে পারছি না ।